দুইটি পদ্ধতিতে ইন্ডিয়ার ভিসা চেক করা যাবে। একটি হচ্ছে অয়েবস ফাইল নাম্বার ব্যবহার করে বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে। অন্যটি হচ্ছে ভারতীয়য় অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক কররা জন্য https://indianvisaonline.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ভিসা আবেদন পত্র নাম্বার ও পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে। ওয়েবসাইটে ভিজিট করে ভিসা চেক অপশন থেকে ভিসা যাচাই করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে ভিসা চেক করা যাবে। তবে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য আলাদা একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে ভিসা চেক করার পশা-পাশি অন্যান্য কাজও করা যাবে। ভিসার জন্য আবেদন, ডকুমেন্ট সাবমিট ও পাসপোর্ট সংগ্রহ করার অপশন আছে এই ওয়েবসাইটে। তবে ভিসা চেক করার জন্য অন্য একটি অপশনে যেতে হবে। যারা নতুন ভিসার জন্য আবেদন করেছে, তাদের আবেদনের অবস্থা এখান থেকে যাচাই করতে পারবেন।
১। প্রথমে Authorized Portal for Visa Application to India Indianvisaonline.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করুন।
২। For Regular/Paper visa by Indian Mission/Post, Apply here. এই অপশনে ক্লিক করুন।
৩। এখন Check Your Visa Status এখানে ক্লিক করুন।
৪। Application Id নাম্বার টি লিখুন।
৫। আপনার Passport No লিখুন।
৬। এখন ক্যাপচা কোড লিখুন।
৭। চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন।
এই ধাপ গুলো ফলো করলে আপনার ভিসা আবেদনের অবস্থা জানতে পারবেন। আর যদি আপনার e-visa হয়ে থাকে, তাহলে চেক স্ট্যাটাস এ ক্লিক না করে তার ডান পাশের অপশনে ক্লিক করবেন। সেখান থেকে ই-ভিসা চেক করা যাবে।
ওয়েব ফাইল নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
অন্য আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েব ফাইল নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করা যাবে। এজন্য https://www.ivacbd.com/ এই ওয়েবসাইটে যেতে হবে। এটি বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট। এই অয়বসাইতের মাধ্যমে শুধু ভারতীয় ভিসা চেক করতে হবে। ওয়েবসাইটের ভিজিট করে ভিসা আবেদন ট্র্যাক এ ক্লিক করতে হবে। এরপর ওয়েব ফাইল নাম্বার ও ক্যাপচা কোড লিখে সাবমিট করে ভিসা চেক করতে হবে। ভিসা আবেদনের ডকুমেন্টে ওয়েব ফাইল নাম্বার টি পাওয়া যাবে। নিচের ধাপ গুলো ফলো করুন।
- https://www.ivacbd.com/ ওয়েবসাইট ভিজিট করুন।
- ভিসা আবেদন ট্র্যাক এখানে ক্লিক করুন।
- আপনার আবেদন ট্র্যাকিং জন্য এখানে ক্লিক করুন এই অপশনে ভিজিট করুন।
- উপরের ট্র্যাকিং অপশন অথবা নিচের Regular Visa Aplication যেকোনো একটি অপশনে ক্লিক করুন।
- এখন নতুন একটি পেজে নিয়ে যাবে।
- Web file Number টি লিখুন।
- Please type below code এখানে নিচে দেওয়া ক্যাপচা কোড লিখুন।
- সাবমিট বাটনে ক্লিক করুন।
এই ধাপ গুলো অনুসরণ করলে আপনার ভিসা ট্র্যাক করতে পারবেন। পাশাপাশি এখান থেকে পুরাতন ভিসা চেক করা যাবে।
শেষ কথা
অনলাইনে যেকোনো একটি পদ্ধতিতে ভিসা চেক করতে পারেন। যদি কাছে পাসপোর্ট নাম্বার থাকে তাহলে প্রথম নিয়মে চেক করবেন। ভিসা যাচাই করার পূর্বে ভিসা অথবা পাসপোর্ট এবং আবেদন পত্র টি সাত্যহে নিয়ে নিবেন। এরপর পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক নিয়ম অনুযায়ী ওয়েবসাইট থেকে ভিসা চেক করবেন।
আরও দেখুনঃ