নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়

নগদ বাংলাদেশের সরকারি মোবাইল ব্যাংকিং। বাটনে ফোন দিয়ে ডায়াল করে, মোবাইল এপ্স ও নগদ এজেন্ট থেকে নগদ একাউন্ট খোলা যাবে। বাটন ফোন দিয়ে একাউন্ট খোলা গেলেও একাউন্ট ভেরিফাই করার জন্য স্মার্ট ফোন লাগবে। তাই আগে থেকে স্মার্ট ফোন দিয়ে একাউন্ট খোলার চেষ্টা করবেন। প্রথমে নগদ এপ্স টি ইন্সটল করুন। এরপর রেজিস্ট্রেশন অপশন থেকে বিভিন্ন তথ্য দিয়ে সাবমিট করুন। আরও জানতে নিচের ধাপ গুলো ফলো করতে হবে।

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়

বাটন ফোন দিয়ে একাউন্ট খুলতে প্রথমে *১৬৭# ডায়াল করুন। এরপর ৪ ডিজিটের পিন সেট করুন। পিন সেট করার পর আপনার নাম্বারে কোড পাঠানো হবে। ঐ কোড টি লিখে সাবমিট করুন। একাউন্ট খোলা হয়েছে। এখন মোবাইল এপ্স দিয়ে এই একাউন্ট টি কেওয়াইএস এর মাধ্যমে ভেরিফাই করতে হবে। এজন্য এনআইডি কার্ড ও আপনার ফেস স্ক্যান করা প্রয়জন হবে। খুব সহজে নগদ একাউন্ট খুলে স্মার্ট ফোন দিয়ে মোবাইলের এপ্স থেকে খুলতে হবে।

  • গুগল প্লে স্টর থেকে নগদ এপ্স নামিয়ে নিন।
  • এপ্স এ প্রবেশ করুন।
  • একাউন্ট খুলুন এই অপশনে ক্লিক করুন।
  • আপনার নাম লিখুন।
  • এনআইডি কার্ড এ দেওয়া জন্ম তারিখ টি লিখুন।
  • জাতীয় পরিচয়পত্র টি সঠিক ভাবে লিখুন।
  • মোবাইল নম্বর লিখুন।
  • একটি শক্তিশালী পিন সেট করুন।
  • আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। এই ওটিপি সাবমিট করুন।

নগদ একাউন্ট কিভাবে ভেরিফাই করবেন

আপনার একাউন্ট খোলা হয়েছে। তবে এটি এনআইডি দিয়ে কেওয়াইসি থেকে ভেরিফাই করতে হবে। এজন্য মোবাইলের সেটিং এ ক্লিক করুন। কেওয়াইসি তথ্য সিলেক্ট করুন। সিলেক্ট করার পর অনেক গুলো অপশন দেওয়া থাকবে। এই অপশন গুলো ধাপে ধাপে পূরণ করুন।

  • এনআইডি কার্ডের সামনের অংশ স্ক্যান করুন।
  • এখন পিছনের অংশ স্ক্যান করুন।
  • নেক্সট বাটনে ক্লিক করুন।
  • আপনার ফেস টি স্ক্যান করুন। স্ক্যান করার সময় চোখ নরাতে থাকুন। গোল বৃত্তটি ভরাত হলে স্ক্যানিং সম্পর্ন হবে।
  • সাবমিট বাটনে ক্লিক করুন।

এই কাজ গুলো শেষ করলে একাউন্ট ভেরিফাই সম্পর্ন হবে। এরপর নগদ এর অফিস থেকে আপনার একাউন্ট নাম্বারে এসএসএম পাঠানো হবে। ভেরিফাই সঠিক হয়েছে কি না তা এই এসএসএম এ কনফার্ম করে দিবে। অনেক সময় একাউন্ট ভেরিফাই করতে সমস্যা দেখা যায়। তাই একটু পর চেষ্টা করে দেখবেন।

এজেন্টের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম

অনেক সময় নিজে নিজে একাউন্ট খুলতে সমস্যা দেখা যায়। তখন কাছে এজেন্ট থেকে নগদ একাউন্ট খুলতে হয়। এজেন্ট থেকে নগদ একাউন্ট খুলতে অনেক গুলো তথ্য লাগবে। এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল সহ সিম কার্ড। আরও জানতে এজেন্ট অফিসে যোগাযোগ করুন।

এরপর বাকি কাজ গুলো এজেন্ট থেকে করা হবে। একাউন্ট খোলার জন্য কোনো চার্জ লাগবে না। একাউন্ট খোলা শেষ হলে, আপনার পিন টি পরিবর্তন করে নিবেন। একাউন্ট খোলার জন্য যা যা সাথে নিতে হবে।

  • অরজিনাল ভোটার আইডি কার্ড। ফটোকপি দিয়ে হবে না।
  • ২ কপি ছবি নিবেন। ছবিটি পাসপোর্ট সাইজের হতে হবে।
  • একটি মোবাইল ফোন। ঐ মোবাইলে সচল সিম থাকতে হবে। সিমটিতে একটি ওটিপি পাঠানো হবে। যা একাউন্ট খুলতে কাজে লাগবে।

যেকোনো মোবাইলের অপারেটর থেকে নগদ একাউন্ট খোলা যাবে। তবে উক্ত সিমটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে।  একাউন্ত খুলতে কোনো সমস্যা হলে  ১৬১৬৭ নামাবরে যোগাযোগ করবেন। এটি নগদের কাস্টমার কেয়ার নাম্বার।

আরও দেখুনঃ

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

Leave a Comment