বাংলাদেশের ব্যাংকিং সেবার মধ্যে অন্যতম হচ্ছে জনতা ব্যাংক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের শাখা আছে। জনতা ব্যাংকে প্রায় ৪ ধরনের একাউন্ট আছে। একজন গ্রাহক তার পছন্দ মতো যেকোনো একটি একাউন্ট খুলতে পারবে। জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে আবেদন ফর্ম সংগ্রহ করবেন। নাম, ঠিকানা ও বযাক্তিগত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করবেন। সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ফর্ম ব্যাংকে জমা দেওয়া লাগবে। জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ও একাউন্ট খুলতে কি কি লাগবে তা জেনে একাউন্ট খুলবেন।
জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে জনতা ব্যাংকের ৪ ক্যাটাগরির একাউন্ট আছে। আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি সিলেক্ট করবেন। ব্যাংক থেকে সেই অনুযায়ী আবেদন ফর্ম তুলবেন। আবেদন ফর্ম তুলার পর সঠিক ভাবে পূরণ করে জমা দিবেন। ফর্মে যা যা বিষয়ে লিখতে হবে এবং জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম গুলো ফলো করে একাউন্ট খুলুন।
- যেকোনো শাখার জনতা ব্যাংক থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন।
- আপনার নাম, ঠিকানা ও ব্যাক্তিগত তথ্য লিখুন।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখুন।
- পাসপোর্ট, জন্মসনদ, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে আইডেন্টিটি প্রুফ জমা দিন।
- আপনার বর্তমান ঠিকানা, বাসার ঠিকানা ও হোলন্ডিং নাম্বার জমা দিন।
- ঠিকানা প্রমাণীকরণের জন্য বিদ্যুৎ বিল, বাড়ির পর্চা ও আবাসন সনদ জমা দেওয়া লাগবে।
- একাউন্ট খোলার নিয়ম ও শর্ত অনুযায়ী ব্যাংকের নিয়মানুযায়ি মৌখিক সম্মতি প্রদান করুন।
- একাউন্ট খোলার চার্জ পরিশোধ করুন। একাউন্ট অনুযায়ী চার্জ নেওয়া হবে।
একাউন্ত খোলা খুবই সহজ। উপরের এই তথ্য ও ডকুমেন্ট লাগবে শুধু। বাকি কাজ গুলো ব্যাংক থেকে করা হবে। একাউন্ট খোলা সম্পর্ন হলে মোবাইলে কল বা এসএসএম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর টাকা আদান-প্রদানের সুবিধার্থে চেক বই এবং ডেবিট/ক্রেডিট কার্ড দেওয়া হবে। ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে পারবেন।
জনতা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট এর জন্য জনতা ব্যাংকের আলাদা একটি একাউন্ট চালু হয়েছে। কোনো প্রকার এনআইডি কার্ড ছাড়া স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে। এজন্য তাকে অবশইএকজন স্টুডেন্ট হতে হবে। এনআইডি এর পরিবর্তে তার জন্ম সনদ প্রয়োজন হবে। এরপর একই নিয়ম ফলো করে জনতা ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে।
- স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য আবেদন ফর্ম তুলুন।
- আপনার নাম, ঠিকানা ও পরিচয় পত্র ফিলাপ করুন।
- জন্ম সনদ ও স্কুলের অন্যান্য সনদ বা ডকুমেন্ট সাথে নিয়ে নিন।
- আপনার সদ্য তোলা ছবি সঙ্গে রাখুন।
- বর্তমান ঠিকানার যেকোনো ডকুমেন্ট সাথে নিন।
স্টুডেন্ট একাউন্ট খোলার জন্যও তাদের যেকোনো শাখায় যাবেন। বাকি একাউন্ট গুলো খোলার প্রসেস একই। শুধু নাম, ঠিকানা ও বযাক্তিগিত তথ্য এবং দকুএম্নত লাগবে।
জনতা ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগে
একাউন্ত খোলার জন্য অনেক কিছু প্রয়োজন হবে। এর মধ্যে ব্যাক্তিগত তথ্য ও ডকুমেন্ট। একাউন্ট এর ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন দেখা যাবে। জনতা ব্যাংক একাউন্ট খুলতে যা যা লাগে এবং কি কি সাথে করে নিয়ে যাবেন দেখেনিন।
- এনআইডি কার্ড, জন্ম সনদ বা পাসপোর্ট এর ফটোকপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি।
- ববসায়ক হলে ট্রেড লাইসেন্স ও অন্যান্য ডকুমেন্ট।
- নির্ধারিত বয়স হতে হবে।
- নমিনির ব্যাক্তিগত তথ্য, এনআইডি বা ছবি।
জনতা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেখানে আবেদন ফর্ম টি দেওয়া আছে। আবেদন ফর্মে যা যা লাগবে সেখান থেকে দেখতে পারবেন।
আরও দেখুনঃ