রবি সিমের নাম্বার কিভাবে দেখে?
আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন, যখন আপনার নিজের ফোন নম্বরটাই মনে পড়ছে না? বা আপনার কাছে একাধিক সিম আছে, কিন্তু কোনটা কোন নম্বর সেটা বুঝতে পারছেন না? আজকে আমি আপনাকে খুব সহজভাবে বুঝিয়ে দিবো রবি সিমের নাম্বার কিভাবে দেখা যায়। আমাদের দেশে রবি একটি জনপ্রিয় মোবাইল অপারেটর। অনেকেই এই অপারেটর ব্যবহার করি আমরা, কিন্তু দরকারের সময় নিজের নাম্বারটা ভুলে যাওয়া বা অন্য কাউকে জানানোর দরকার হলে ঝামেলায় পড়ি। তাই আজকে এই ব্লগে আমি সব কিছু একদম সহজ ভাষায় ব্যাখ্যা করবো যেন আপনি নিজেই নিজের রবি সিমের নাম্বার খুব সহজে বের করতে পারেন।
রবি সিম কি?
রবি সিম হলো বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি “রবি আজিয়াটা লিমিটেড”-এর দেওয়া সিম কার্ড। এটি বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক হিসেবে পরিচিত। এই অপারেটরটি “আকাশের নিচে একসাথে” এই স্লোগান নিয়ে সারা দেশে তাদের সেবা দিচ্ছে। রবি তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের কল রেট, ইন্টারনেট প্যাকেজ, এসএমএস প্যাক এবং আরও অনেক সুবিধা দিয়ে থাকে।
রবি সিম ব্যবহারের মাধ্যমে আপনি মোবাইল কল করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন এবং আন্তর্জাতিক কলও করতে পারবেন। রবি তাদের নেটওয়ার্ক উন্নত করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন প্রযুক্তি যুক্ত করছে। যেমন: ৪জি সেবা, VoLTE, এবং অন্যান্য সুবিধা। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলেও রবি এখন নেটওয়ার্ক পৌঁছে দিচ্ছে।
রবি সিম নিতে হলে আপনাকে নিকটস্থ রবি কাস্টমার কেয়ার বা অথরাইজড রিটেইলারের কাছ থেকে একটি সিম কিনে নিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেটা চালু করতে হবে। বর্তমানে সিম অ্যাক্টিভেশন খুবই সহজ, শুধু সঠিক তথ্য দিলেই হয়।
রবি সিম ব্যবহারে সবচেয়ে ভালো দিক হলো—এটি গ্রাহক বান্ধব। তাদের কাস্টমার সার্ভিসও অনেক ভালো। যেকোনো সমস্যা হলে আপনি খুব সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দ্রুত সমাধান পেতে পারেন। এই সিম ব্যবহার করে আপনি মোবাইল ব্যাংকিং, শিক্ষা সংক্রান্ত সার্ভিস, স্বাস্থ্য সেবা, অনলাইন ক্লাস এবং আরও অনেক কিছু করতে পারবেন। তাই যারা একটি নির্ভরযোগ্য মোবাইল সিম খুঁজছেন, তাদের জন্য রবি একটি ভালো পছন্দ হতে পারে।
রবি সিমের নাম্বার কিভাবে দেখে?
অনেক সময় এমন হয়, নিজের ফোন নম্বর মনে নেই। তখন সমস্যায় পড়তে হয়। আবার নতুন সিম কিনলে সেটার নাম্বার জানা থাকে না। আজকে আমি আপনাকে একাধিক উপায়ে দেখাবো কিভাবে আপনি আপনার রবি সিমের নাম্বার জানতে পারবেন, খুব সহজে ও দ্রুত।
১। ইউএসএসডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখা
রবি সিমের নাম্বার দেখার সবচেয়ে সহজ এবং প্রচলিত উপায় হলো ইউএসএসডি কোড ব্যবহার করা। ইউএসএসডি কোড এমন একটি শর্টকাট কোড যেটা ফোনের ডায়ালারে টাইপ করলেই আপনি সরাসরি রবি থেকে তথ্য পেয়ে যাবেন। এই কোডগুলো সাধারণত বিনামূল্যে কাজ করে এবং ইন্টারনেটের দরকার পড়ে না। রবি সিমের নাম্বার জানার জন্য আপনি ডায়াল করুন 1402*4#। এই কোডটি ডায়াল করার পর আপনার মোবাইল স্ক্রিনে আপনার রবি নম্বরটি দেখাবে।
অনেকেই প্রথমে ভাবেন এটা জটিল কিছু, কিন্তু না। আপনি শুধু ফোনের ডায়ালারে যান, তারপর ওই কোডটি লিখে কল বাটনে চাপুন। এক বা দুই সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে আপনার মোবাইল নম্বর দেখাবে। এই পদ্ধতিতে ইন্টারনেট লাগবে না, অ্যাপ লাগবে না, এবং কোনো রকম চার্জও কাটবে না। আপনি যেকোনো সময় এই কোড ব্যবহার করে নিজের রবি সিমের নাম্বার বের করতে পারবেন।
তবে অনেক সময় যদি মোবাইলে সমস্যা থাকে বা নেটওয়ার্ক সিগন্যাল না থাকে, তাহলে কোড কাজ নাও করতে পারে। তখন একটু সময় নিয়ে আবার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, এটা শুধুমাত্র রবি সিমের জন্য প্রযোজ্য। অন্য অপারেটরের জন্য ভিন্ন কোড আছে।
২। My Robi App ব্যবহার করে নাম্বার দেখা
বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিজেদের সেবা নিয়ন্ত্রণ করতে পারেন। রবি এমন একটি অ্যাপ তৈরি করেছে যার নাম “My Robi App”। এই অ্যাপের মাধ্যমে আপনি শুধু নাম্বার নয়, আরও অনেক দরকারি তথ্য জানতে পারবেন। যেমন: ব্যালেন্স, ইন্টারনেট প্যাক, কল হিস্ট্রি, অফার, রিচার্জ ইত্যাদি।
My Robi App ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে Google Play Store বা Apple App Store থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন। এরপর আপনার রবি সিমের নম্বর দিয়ে লগইন করতে হবে। অনেক সময় অ্যাপ নিজেই আপনার নাম্বার চিনে নিতে পারে যদি আপনি ডাটা অন করে রাখেন।
লগইন করার পর অ্যাপের হোমপেজেই আপনি আপনার ফোন নম্বর দেখতে পাবেন। এটা সাধারণত অ্যাকাউন্টের উপরে বা প্রোফাইল সেকশনে লেখা থাকে। এর মাধ্যমে আপনি সহজেই আপনার সিমের নম্বর জানতে পারবেন।
এই পদ্ধতির ভালো দিক হলো – এটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং বিস্তারিত তথ্য এক জায়গায় পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, এই পদ্ধতিতে ইন্টারনেট লাগবে। আর যদি আপনি নতুন সিম চালু করে থাকেন এবং এখনো রেজিস্ট্রেশন করেননি, তাহলে অ্যাপে নাম্বার দেখা সম্ভব নাও হতে পারে।
৩। অন্য কোনো নম্বরে কল বা এসএমএস করে দেখা
এই পদ্ধতিটিও অনেক সহজ। আপনি যদি নিজের রবি সিমের নম্বর জানতে চান, তাহলে আপনার পাশে থাকা কোনো আত্মীয়, বন্ধু বা অন্য একটি ফোনে কল দিন বা একটি এসএমএস পাঠান। তখন ওই ফোনে আপনার নম্বর ভেসে উঠবে।
এই পদ্ধতিতে শুধু একটি কাজ করতে হয় – আপনার ফোন থেকে অন্য ফোনে একটি কল দিতে হবে। কল রিসিভ হলে বা মিসড কল গেলেও সেই ফোনের স্ক্রিনে আপনার নাম্বার চলে আসবে। এখান থেকে আপনি আপনার নম্বর দেখে নিতে পারবেন।
তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে—আপনার ফোনে যেন পর্যাপ্ত ব্যালেন্স থাকে, যাতে কল করা যায়। যদি ব্যালেন্স না থাকে, তাহলে আপনি ফ্রি এসএমএস সার্ভিস ব্যবহার করতে পারেন বা Missed Call Alert সার্ভিস চালু থাকলে তাও কাজে লাগবে। অনেক সময় এটি সবচেয়ে কার্যকর উপায় হয়ে দাঁড়ায় যখন ইউএসএসডি কোড কাজ করছে না বা ইন্টারনেট নেই।
এছাড়াও, আপনি চাইলে আপনার ফোনের কল হিস্টরি বা মেসেজ হিস্ট্রি দেখেও আগের পাঠানো নাম্বার থেকে নিজের নম্বর বের করতে পারেন। তাই সব সময় কিছু নম্বর লেখা বা সংরক্ষণ করা ভালো।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ
“রবি সিমের নাম্বার কিভাবে দেখে?” এই বিষয়ে আপনার মনে বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিচ্ছে? তাহলে চলুন জেনে নেই সেই সকল প্রশ্ন ও উত্তরগুলো-
রবি সিমের ইউএসএসডি কোডে নাম্বার দেখা কি চার্জ Able?
না, রবি সিমের ইউএসএসডি কোড 1402*4# ব্যবহার করে নাম্বার দেখা একদম ফ্রি।
My Robi App কি শুধু রবি সিমে কাজ করে?
হ্যাঁ, My Robi App শুধুমাত্র রবি সিম ব্যবহারকারীদের জন্য এবং এটি রবি নেটওয়ার্কে কাজ করে।
উপসংহার
আমরা প্রতিদিন মোবাইল ব্যবহার করি, কিন্তু অনেক সময় নিজের সিমের নম্বরটাই ভুলে যাই। বিশেষ করে নতুন সিম ব্যবহার করলে এই সমস্যা বেশি হয়। রবি সিম ব্যবহারকারীদের জন্য আজ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝাতে—নাম্বার দেখার কয়েকটি সহজ পদ্ধতি। আপনি চাইলে ইউএসএসডি কোড, My Robi App কিংবা অন্য কারো ফোনে কল দিয়ে নিজের নাম্বার দেখে নিতে পারেন। প্রত্যেকটা পদ্ধতিই খুবই সহজ, আর আপনি নিজেই করতে পারবেন। এখন থেকে আর কারো সাহায্যের দরকার হবে না, নিজেই নিজের সিমের নাম্বার জেনে নিতে পারবেন।