ডাচ বাংলা বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ডাচ বাংলা একাউন্ট ব্যবহার করা যায়। সাত প্রকারের ডাচ বাংলা একাউন্ট আছে। আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি একাউন্ট খুলবেন। একাউন্ট খোলার জন্য আপনার এনআইডি ও সদ্য তোলা ছবি লাগবে। সেই সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। নিকটস্থ ডাচ বনাগ্লা ব্যাংক এর শাখা থেকে একাউন্ট খোলা আবেদন করতে হবে। মোবাইলে বা অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা যাবে না। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম কি? কি কি লাগবে এ বিষয়ে জেনে নিন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যা আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে। বর্তমানে বেশির ভাগ বেসরকারি কোম্পানি ডাচ বাংলা ব্যাংকে বেতন দেয়। ববসায়িক লেনদেন করতেও ডাচ বাংলা ব্যাংক ব্যবহার করা হচ্ছে। ডাচ বাংলা ব্যাংকে ৭টি ক্যাটাগরিতে একাউন্ট খোলা যায়।
একাউন্ট খোলার জন্য আলাদা আলাদা ইনফরমেশন প্রয়োজন হয়। সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট-স্ট্যান্ডার্ড, সেভিংস ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট, এক্সেল সেভিংস অ্যাকাউন্ট, ডিবিবিএল স্কুল সেভার অ্যাকাউন্ট, সুদমুক্ত সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট ও বিশেষ নোটিশ জমা অ্যাকাউন্ট। যেকোনো একটি ক্যাটাগরি তে একাউন্ট খুলবেন।
- আপনার কাছে ডাচ বাংলা ব্যাংকের শাখায় যেতে হবে।
- ব্যাংক থেকে একাউন্ট খোলার ফর্ম নিবেন।
- আবেদন ফর্ম টি নির্ভুল ভাবে পূরণ করবেন।
- ফর্মে আপনার নাম, ঠিকানা ও যা যা উল্লেখ আছে, সেগুলো সঠিক ভাবে পূরণ করুন।
- আবেদন পত্রের সাথে আপনার এনআইডি, ছবি বা নমিনির এনআইডি ও ছবি নিয়ে যাবেন।
- ফর্ম পূরণ শেষ হলে সকল ডকুমেন্ট ও আবেদন পত্র অফিসে জমা দিবেন।
- একাউন্ট খোলা শেষ হলে ব্যাংকে ডাকা হবে এবং সিমে একটি এসএমএস পাঠানো হবে।
এই ভাবে আপনারা সেভিংস একাউন্ট খুলতে পারবেন। প্রাউ সকল একাউন্ট খোলার নিয়ম একই। ব্যাংকের যেকোনো একটি শাখা থেকে যে ক্যাটাগরির একাউন্ট খুলে চাচ্ছেন তার ফর্ম নিবেন। প্রয়জনে এই বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের সাথে পরামর্শ করবেন।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
সাধারণ একাউন্ট খুলে এনআইডি বা জাতীয় পরিচয় পত্র লাগবে। কিন্তু অনেক স্টুডেন্ট এর এনআইডি কার্ড নেই। তাহলে তারা কিভাবে একাউন্ট করবে? তাদের জন্য আলাদা একটি নিয়ম চালু করা হয়েছে। যার মাধ্যমে শুধু শিক্ষার্থীরা বা যাদের কাছে এনআইডি নেই শুধু তারা এই পদ্ধতিতে ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট খুলতে পারবে। তবে তার জন্ম সনদ থাকতে হবে। তাহলে ব্যাংক থেকে স্টুডেন্ট একাউন্ট খিলার জন্য একটি ফর্ম নিবেন।
- আবেদনকারী কে অবশ্যই শিক্ষার্থী হতে হবে।
- ব্যাংক থেকে স্টুডেন্ট একাউন্ট এর ফর্ম তুলুন। আপনার নাম, ঠিকানা ও পরিচয় পত্র ফিলাপ করুন।
- বাকি তথ্য ও মোবাইল নাম্বার এবং ঠিকানা লিখুন।
- জন্ম সনদ ও স্কুলের অন্যান্য সনদ সাথে নিয়ে যান।
- আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন।
একাউন্ট খোলার জন্য আপনাকে শুধু একটি ফর্ম পূরণ করতে হবে। বাকি কাজ গুলো ব্যাংক থেকে করে দিবে। একাউন্ট খোলা হলে ব্যাংক থেকে আপনার সাথে যোগাযোগ করতে হবে।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবে?
ব্যাংক একাউন্ট খোলার জন্য ব্যাক্তিগত তথ্য, ঠিকানা ও কিছু ডকুমেন্ট লাগবে। সেই সাথে প্রাপ্ত বয়স হতে হবে। একাউন্ট এর ক্যাটাগরি অনুযায়ী কিছু ইনফরমেশন এর পরিবর্তন হতে পারে। ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খুলতে নিচের এই তথ্য ও কাজগপত্র লাগবে।
- এনআইডি বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।
- নমিনি একাউন্ট হলে তার এনআইডি কার্ডের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- ইউটিলিটি বিলের ফটোকপি।
- একটি সুপারিশকারী একাউন্ট নাম্বার।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স।
- বয়স সর্বনিম্ন ১৮ বছর।
- একাউন্টে জমার পরিমাণ সর্বনিম্ন জমার পরিমাণ ৫০০ টাকা।
এই সকল ডকুমেন্ট সাথে নিয়ে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় যাবেন। যাওয়ার পর কোন ধরনের একাউন্ট খুলবেন তার একটি ফর্ম নিবেন। ফর্ম পূরণ করে এই ডকুমেন্ট গুলো সাথে নিয়ে জমা দিবেন।
ব্যাংক একাউন্ট এর ক্যাটাগরি অনুযায়ী একাউন্ট খুলতে ১০০ টাকা থেকে ৫০০০ পর্যন্ত টাকা লাগবে। আবেদনকারী ফর্ম পূরণ করার পর বাকি কাজ গুলো ব্যাংক থেকে করা হবে। একাউন্ট খোলা সম্পর্ন হলে মোবাইলে এসএমএস পাঠাবে।
আরও দেখুনঃ