ব্যাংক এশিয়া বাংলাদেশের বেসরকারি একটি ব্যাংক প্রতিষ্ঠান। সোনালি, গ্রামীণ ও জনতা ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মতো ধীরে ধীরে ব্যাংক এশিয়া সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাংকে টাকা রাখতে অথবা টাকা উঠাতে একাউন্ট এর প্রয়োজন হবে। তাদের যেকোনো শাখা থেকে ব্যাংক এশিয়া একাউন্ট খোলা যাবে। একাউন্ট খোলার জন্য একটি আবেদন ফর্ম পূরণ করা লাগে। যা অনলাইনে এবং তাদের অফিস থেকে সংগ্রহ করতে হবে। ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম, একাউন্ট খুলতে কি কি লাগবে ও কোথা থেকে একাউন্ট খুলবেন? বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
ব্যাংক এশিয়া একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের মানুষের কাছে ব্যাংক এশিয়া আস্থা লাভ করেছে। গ্রামীণ সমাজের প্রতি অঞ্চলের মানুষ প্রয়োজনে এই ব্যাংক ব্যবহার করে। টাকা সঞ্চয় রাখতে এবং প্রয়োজনে টাকা উঠাতে বিশেষ ভাবে সাহায্য করতেছে ব্যাংক এশিয়া। এর সদস্য হওয়ার জন্য আপনার নামে একটি একাউন্ট থাকতে হবে। একাউন্ট খোলার জন্য গ্রাহকদের কে সরাসরি তাদের অফিসে যেতে হবে। নাম, ঠিকানা, এনআইডি দিয়ে একাউন্ট খুলতে হবে। আপনার নিকটে থাকা ব্যাংক এশিয়ার যেকোনো শাখা থেকে একাউন্ট খোলার একটি ফর্ম তুলবেন। প্রায় ৬ ধরনের একাউন্ট খোলার ফর্ম আছে। যেকোনো একটি বেছে নিবেন।
- ব্যাংক এশিয়ার যেকোনো শাখা বা অফিসে যেতে হবে।
- এরপর একাউন্ট এর ধরন অনুযায়ী একটি আবেদন ফর্ম নিবেন।
- এখন আবেদন ফর্ম টি নির্ভুল ভাবে পূরণ করবেন।
- নাম, ঠিকানা ও বিভন্ন তথ্য এনআইডি কার্ড বা অন্যান্য ডকুমেন্ট থেকে পূরণ করবেন।
- স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা লিখবেন।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিবেন।
এই কয়েকটি ধাপ ফলো করে ব্যাংক এশিয়া একাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে। আপনার তথ্য গুলো সঠিক হলে কিছু দিনের মধ্যেই একাউন্ত গ্রহণ যোগ্য হবে। এরপর মোবাইলে এসএসএম বা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর নিজ এলাকার এশিয়া ব্যাংকে যোগাযোগ করবেন।
ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
অনেক শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট প্রয়োজন হয়। তবে তাদের কাছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র না থাকায় একাউন্ট খুলতে পারে না। এজন্য ব্যাংক সংস্থা গুলো শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট একাউন্ট চালু করেছে। যেখানে একজন শিক্ষার্থী কোনো এনআইডি কার্ড ছাড়াই একাউন্ট খুলতে পারবে। তবে তার নির্ভুল জন্মসনদ ও শিক্ষামূলক অন্যান্য ডকুমেন্ট লাগবে। এগুলোও না থাকলে কোনো ভাবেই স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে না।
একাউন্ট খোলার প্রসেস সম্পূর্ণ এক। অন্যান্য একাউন্ট খুলতে এনআইডি কার্ড লাগবে। কিন্তু স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য কোনো এনআইডি কার্ড লাগবে না। এনআইডি কার্ড এর পরিবর্তে জন্মনিবন্ধন কার্ড, সার্টিফিকেট ও শিক্ষামূলক কাজগপত্র জমা দিতে হবে। বাকি পরশে গুলো একই।
ব্যাংক এশিয়া একাউন্ট খোলার জন্য কি কি লাগবে?
একাউন্ট খোলার জন্য অনেক ডকুমেন্ট ও তথ্য লাগবে। একাউন্ট এর ধরন অনুযায়ী কিছু তথ্য পরিবর্তন হতে পারে। একাউন্ট খোলার জন্য ২ পেজ এর একটি ফর্ম দেওয়া হবে। ঐ ফর্মে যা যা উল্লেখ করা আছে, সেগুলো পূরণ করলেই ব্যাংক এশিয়া একাউন্ট খুলতে পারবেন। এর সাথে কি কি লাগবে দেখেনিন।
- নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি।
- এনআইডি বা জন্ম সনদের ফটোকপি।
- ববসায়িক কাজের একাউন্ট হলে বিজনেস ডকুমেন্ট বা ট্রেড লাইসেন্স।
- বাসার ঠিকানা হিসেবে জমির পর্চা বা কারেন্ট বিল এর ফটোকপি।
- নমিনি একাউন্ট হলে তার এনআইডি কার্ড এর ফটোকপি।
- নমিনির ছবি।
একাউন্ট খোলার জন্য এই ডকুমেন্ট গুলো অবশ্যই লাগবে। একাউন্ট এর টাইপ অনুযায়ী ডকুমেন্ট এর পরিবর্তন দেখা যেতে পারে। https://www.bankasia-bd.com/assets/retail/deposits/Achol_Form_Bangla_final1.pdf এই ঠিকানা থেকে তাদের ফর্ম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফর্মে যা যা উল্লেখ করা আছে সেগুলো সংগ্রহ করে নিন।
নতুন একাউন্ট এ ৫০০ থেকে শুরু করে ৪-৫ হাজার টাকা জমা রাখা লাগতে পারে। কেননা কিছু কিছু ব্যাংকে একাউন্ট খোলার পর একাউন্ত অনুযায়ী টাকা জমা নেওয়া হয়। আরও বিস্তারিত জানতে যেকোনো একটি শাখায় যোগাযোগ করবেন। সেখান থেকে নির্ভুল তথ্য জানতে পারবেন।
আরও দেখুনঃ